নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৯, ২০২০
১০:৩৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৯, ২০২০
১০:৩৮ পূর্বাহ্ন
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া কানাইঘাটের সেই যুবক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। শনিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপালের তার শরীরের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার ফলাফলে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়েনি।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার সকাল ৭ টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান। নিহতের বাড়ি সিলেট জেলার কানাইঘাট পৌরসভার বায়ুমপুর গ্রামে। গত শুক্রবার রাতে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে তাকে ভর্তি করা হয়েছিল।
এনসি-০২/এএফ-০৩