মাওলানা জুবায়ের আহমদ আনসারীর মৃত্যুতে শোক

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৯, ২০২০
১০:২৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৯, ২০২০
১০:২৪ পূর্বাহ্ন



মাওলানা জুবায়ের আহমদ আনসারীর মৃত্যুতে শোক

বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনসারীর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোকপ্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

জামায়াত: শোকপ্রকাশ করে পৃথকভাবে বিবৃতি দিয়েছেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমির হাফিজ আব্দুল হাই হারুন ও মো. ফখরুল ইসলাম এবং সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ। 

আনজুমানে খেদমতে কুরআন: শোকপ্রকাশ করেছে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর সৈয়দ মাওলানা ইকরামুল হক ও সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ। 

জালালাবাদ ইমাম ফাউন্ডেশন: দেশবরণ্যে আলেমে দ্বীন জুবায়ের আহমদ আনসারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জালালাবাদ ইমাম ফাউন্ডেশন সিলেটের নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, জালালাবাদ ইমাম ফাউন্ডেশন সিলেটের সভাপতি ক্বারী মাওলানা মতিউর রহমান ও সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান। 

তাহফীজুল কুরআন শিক্ষা বোর্ড: আরও শোকপ্রকাশ করেছেন তাহফীজুল কুরআন শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান শায়খ প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল মাদানী ও সচিব হাফিজ মিফতাহুদ্দীন আহমদ। 

এনপি-০১/বিএ-০১