নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৯, ২০২০
০৯:৫৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৯, ২০২০
১০:১১ পূর্বাহ্ন
লকডাউন চলছে। অথচ নিষেধাজ্ঞা অমান্য করে শতাধিক যাত্রী নিয়ে ঢাকা থেকে সিলেট এসেছে যাত্রীবাহী ট্রেন। বিষয়টি জানাজানি হওয়ার পর সেখানে অভিযান চালিয়েছে প্রশাসন। সিলেট রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনে আসা যাত্রীদের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেমে প্রশাসন।
আজ শনিবার (১৮ এপ্রিল) রাত ৯টায় সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এরশাদ মিয়া নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, লকডাউন অমান্য করে আজ শনিবার বিকেল ৫টায় শতাধিক যাত্রী নিয়ে ঢাকা থেকে একটি যাত্রীবাহী ট্রেন সিলেটে এসে পৌঁছায়। যদিও গত ২৪ মার্চ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ করা হয়। এরপর গত ১১ এপ্রিল লকডাউন করা হয় সিলেটকে। সিলেটের বাইরে যাওয়া ও প্রবেশ দুটোই নিষিদ্ধ করা হয়। তবে সকল নিষেধাজ্ঞা অমান্য করেই শতাধিক যাত্রী নিয়ে ট্রেনটি সিলেট আসে। বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের এই সময়ে ঢাকা ও দেশের বিভিন্ন এলাকার থেকে শতাধিক যাত্রী নিয়ে এভাবে ট্রেন আসার ঘটনায় সিলেট জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। খবর পেয়ে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এরশাদ মিয়া রাত সাড়ে ৯ টার দিকে রেলওয়ে স্টেশনে যান।
এ বিষয়ে যোগাযোগ করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এরশাদ মিয়া সিলেট মিররকে বলেন, ‘যাত্রী নিয়ে ট্রেন সিলেট আসবে এটা আমাদের জানানো হয়নি। যারা এসেছে তাদের কয়েকজনের নাম পরিচয় নেওয়া হয়েছে। বাকি খোঁজ খবর নেয়া হচ্ছে। সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ‘
সিলেট ষ্টেশনের ম্যানেজার খলিলুর রহমানের দাবী, ‘ট্রেনে কোন যাত্রী ছিল না। স্টাফদের নগদ বেতন নিয়ে এটি সিলেটে এসেছে।’ তিনি বলেন, ‘বেতন নিয়ে ৫-৭ জন ঢাকা থেকে আসার কথা ছিল। কিন্তু এসেছে ৩০-৩৫ জন। প্রশাসন থেকে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর নিয়েছে।’
এনসি-০১/এএফ-০১