নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৯, ২০২০
০৭:৫৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৯, ২০২০
০৮:০৬ পূর্বাহ্ন
মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে পাঁচশত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ এবং বাঘা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে পিপিই দেওয়া হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী আনুষ্ঠানিকভাবে এসব খাদ্যসামগ্রী বিতরণ ও পার্সনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) তুলে দেন।
দুই দিনব্যাপী এ কার্যক্রম গতকাল শুক্রবার শুরু হয়ে আজ শনিবার (১৮ এপ্রিল) শেষ হয়।
নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের ৯ ওয়ার্ডের ৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এদিকে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার বাঘা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই দেওয়া হয়। স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডা. আব্দুল মুত্তালীবের হাতে আনুষ্ঠানিকভাবে পিপিই তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক কমিটির সভাপতি জগলুল আহমদ চৌধুরী, উপদেষ্টা আবুল ফজল চৌধুরী সাহেদ, নজরুল ইসলাম, রমিজ আলি, সোলেমান আলী, সদস্য আব্দুল কাদের শেলিম, ইকবাল আহমদ, মো. নুরুদ্দিন, মো. আবুল হোসেন, মো. ফয়জুর রহমান, নুরুল ইসলাম, সেনাম উদ্দিন, হেলাল আহমদ ফয়েজ, আজাদুর রহমান, নজরুল ইসলাম, দেলওয়ার হোসেন, তাজুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ত্রাণ বিতরণ ও পিপিই হস্তান্তর অনুষ্ঠানে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী বলেন, ‘সারা বিশ্বের জন্য একটি মহামারি দুর্যোগ করোনা। এ দুর্যোগের সময় দেশের অসহায় ও গরীব মানুষের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। সরকারি যে ত্রাণ আসছে তাও আসলে অপ্রতুল্য। লকডাউন সফল করতে হলে এসব মানুষের খাবারের সংস্থান নিশ্চিত করতে হবে। এই চিন্তা থেকে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন বাঘা ইউনিয়নের গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।’ এসময় তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এনএইচ-/এএফ-১১