জকিগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২০
০৬:১৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৯, ২০২০
০৬:২০ পূর্বাহ্ন
সিলেটের জকিগঞ্জে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে ৫ ফায়ারম্যান আহত হয়েছেন। আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেলে দিকে খলাছড়া ইউনিয়নের পূর্ব বেউর এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন- ফায়ারম্যান ফেরদৌস মিয়া, ফায়ারম্যান ইকরাম হোসেন, ফায়ারম্যান রাহাত আহমদ, ফায়ারম্যান মো. রুবেল ও গাড়িচালক নজির আহমদ।
জকিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ সন্তোষ মল্লিক জানান, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক কুব্বাত আলী জকিগঞ্জ থেকে সিলেটে ফেরার পথে মোবাইল ফোনে আমাদেরকে জানান বেউর এলাকায় সড়কে গাছ পড়েছে। এ খবর পেয়ে ফায়ারম্যানরা গাড়ি নিয়ে ওই এলাকায় যাওয়ার পথে পূর্ব বেউর এলাকায় পৌঁছার পর সড়কে থাকা আঠালো মাটিতে গাড়ির চাকা স্লিপ করলে গাড়িটি উল্টে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ারম্যানদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
তিনি জানান, আহতদের মধ্যে ফায়ারম্যান ফেরদৌস মিয়া, ফায়ারম্যান ইকরাম হোসেন ও ফায়ারম্যান রাহাত আহমদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
ওএফ/আরআর