ওসমানীনগর প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২০
০৩:৩০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৯, ২০২০
০৫:১৩ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে বজ্রপাতে এক কিশোর নিহত হয়েছে। তার নাম রাহী আহমেদ (১৬)। সে উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামের আনসার আলীর ছেলে।
আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে রুনিয়ার হাওরে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, শনিবার সকালে রাহী রুনিয়ার হাওরে মাছ ধরতে গেলে ঝড়-বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন।
শনিবার বিকেলে খাগদিওর তাহির জামে মসজিদ প্রাঙ্গণে রাহীর জানাজার নামাজ ও পরবর্তীতে দাফন সম্পন্ন হয়।
ইউডি/আরআর