করোনা শনাক্তে বালাগঞ্জে ৫ জনের নমুনা সংগ্রহ

বালাগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ১৯, ২০২০
০৩:১০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৯, ২০২০
০৩:১০ পূর্বাহ্ন



করোনা শনাক্তে বালাগঞ্জে ৫ জনের নমুনা সংগ্রহ

করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে সিলেটের বালাগঞ্জে ৫ জন পুরুষের নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের হিংড়াকান্দি গ্রামে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করেন।

তাদের মধ্যে ঢাকা থেকে আসা তিনজন রাজমিস্ত্রী আছেন। তারা বালাগঞ্জের বাসিন্দা। আর অন্য দুইজন কাজের উদ্দেশে কুমিল্লা থেকে বালাগঞ্জে এসেছেন বলে মেডিকেল টিমের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম বলেন, ওই ৫ জন অন্য এলাকা থেকে এখানে আসার খবর জানতে পেরে সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার ইউএনও মহোদয়কে বিষয়টি অবহিত করেন।

বালাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ বলেন, আমি বিষয়টি জানার পর তাদের নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে (টিএইচও) বললে মেডিকেল টিম সেখানে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করে।

 

এসএ/আরআর