গোলাপগঞ্জে খাদ্যসামগ্রী দিলো হেলপিং হ্যান্ডস মিশিগান

গোলাপগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ১৯, ২০২০
০২:৫০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৯, ২০২০
০২:৫০ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে খাদ্যসামগ্রী দিলো হেলপিং হ্যান্ডস মিশিগান

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সিলেটের গোলাপগঞ্জে ঘরে থাকা কর্মহীন ও অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (১৮ এপ্রিল) গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস মিশিগান (যুক্তরাষ্ট্র) এর পক্ষ থেকে উপজেলার বাঘা, ফুলবাড়ি, আমুড়া, পৌরসভা ও গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ১৬৪টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের ব‍্যবস্থাপনা পরিচালক মনজুর সাফি চৌধুরী এলিম, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস মিশিগান এর প্রতিনিধি সাহাত মাহমুদ, এ এম সিদ্দিক সুহেদ ও মিজানুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহেল আহমদ, উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুল হানিফ খান, ছাত্রলীগ নেতা হক মোহাম্মদ সোপান ও ফারহান মাসউদ আফছর।

উল্লেখ্য, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস মিশিগান এর অর্থায়নে গোলাপগঞ্জ উপজেলার মোট ৩৬০টি পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে আজ ১৬৪টি পরিবারের মধ‍্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নের তালিকাভুক্ত অসহায় পরিবারগুলোতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রতিনিধিরা।

 

এফএম/আরআর