মানবতার সবজি বাজার

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৯, ২০২০
০১:৪৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৯, ২০২০
০১:৪৫ পূর্বাহ্ন



মানবতার সবজি বাজার

 

করোনাভাইরাসের আতঙ্কে যখন সারা দেশ লক ডাউন, তখন ঘরবন্দি মানুষ অনেকটা অসহায় হয়ে পড়েছেন। তখন এসব অসহায় ঘরবন্দি মানুষের জন্য খাদ্যসামগ্রী নিয়ে ২য় দিনের মতো মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেট মহানগর যুবলীগ। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় নগরের আম্বরখানা পয়েন্টে অসহায় মানুষের হাতে বিনামূল্যে সবজি তুলে দেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।

এসময় যুবলীগ সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, ‘অনেকের ঘরে চাল থাকলেও সবজি নেই। করোনার কারণে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করছি আমরা। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন মানুষেরা খাবার সংকটে পড়েছেন। এ কারণে মানবতার সবজির বাজার থেকে তারা বিনামূল্যে ইচ্ছেমতো সবজি নিতে পারছেন তারা।’ 

অসচ্ছল ও যাদের কেনার সামর্থ্য নেই এমন প্রত্যেক পরিবারকে প্রয়োজন অনুযায়ী সবজি সরবরাহ করছেন মহানগর যুবলীগের নেতারা। তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।’

এই কাজে সহায়তা করছেন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগ নেতা ফাইয়াজ খান সলিট, এমদাদ হোসেন ইমু, মো. আফজল হোসেন, সেবুল আহমদ সাগর, রুহুল আমিন, সাকারিয়া হোসেন শাকির, আমিনুল ইসলাম আমিন, আকিল আহমদ, অনুজ তালুকদার, মাহবুবুর রহমান প্রমুখ। 

এনপি-০১/বিএ-০৭