সিলেটে কোয়ারেন্টিনে আরও ৩২৫ জন

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৮, ২০২০
১১:৪৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৮, ২০২০
১১:৪৭ অপরাহ্ন



সিলেটে কোয়ারেন্টিনে আরও ৩২৫ জন

ফাইল ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩২৫ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সিলেটে একজন, সুনামগঞ্জে ১১২ জন, মৌলভীবাজরে দুই জন ও হবিগঞ্জে ২১০ জন। 

একই সময়ে নতুন করে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪২ জন। এর মধ্যে হবিগঞ্জে একজন, সুনামগঞ্জে ২১১ জন ও মৌলভীবাজার ১১ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুলতানা রাজিয়া সিলেট মিররকে জানান, সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ৬ হাজার ৩২৩ জনকে কোয়ারেন্টিনে রাাখা হয়েছিল। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৪১৫ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ২ হাজার ৯০৮ জন।

এনএইচ-০২/বিএ-০৩