করোনার উপসর্গ নিয়ে শামসুদ্দিনে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৮, ২০২০
১০:৩২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৯, ২০২০
১২:১৬ পূর্বাহ্ন



করোনার উপসর্গ নিয়ে শামসুদ্দিনে একজনের মৃত্যু

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৮ এ‌প্রিল) সকাল ৭টায় হাসপাতালে তার মৃত্যু হয়। ‌তি‌নি জেলার কানাইঘাট উপ‌জেলার বা‌সিন্দা। করেনার উপসর্গ নিয়ে গতকাল শুক্রবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ‘মারা যাওয়া ব্যক্তির করোনা ভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি ও কাশি ছিল। তার নমুনা সংগ্রহ করে ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।’ তিনি জানান, মারা যাওয়া ব্যক্তির লাশ কানাইঘাটে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ সেখানে নিয়ম অনুযায়ী দাফন করা হবে।

এন‌সি-০১/এএফ-০২