ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিন

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৮, ২০২০
০৮:১২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৮, ২০২০
০৮:৩৭ পূর্বাহ্ন



ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিন
জেলা বিএনপির বিবৃতি

বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে অবিলম্বে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে সিলেট জেলা বিএনপি। 

আজ শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, ‘বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাসের কারণে দেশের ক্রান্তিলগ্নে মানবিক কারণে নিখোঁজ এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ি চালক আনসার আলীসহ ‘গুমকৃত’ সকল নেতাকর্মীকে পরিবারের কাছে ফিরিয়ে দিন।’

কামরুল হুদা জায়দীরদার বলেন, ‘আজ ১৭ এপ্রিল এম. ইলিয়াস আলী গুমের ৮ বছর অতিবাহিত হলো। এই দীর্ঘ সময়ের মধ্যে ইলিয়াস আলীর সন্ধান দিতে সরকারের ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা মনে করি সরকার ইচ্ছা করলে ইলিয়াস আলীসহ গুমকৃত সবাইকে ফিরিয়ে দিতে পারে। রাজধানীর মতো জনবহুল এলাকা থেকে একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা তার গাড়িচালকসহ গুম হয়ে গেলো সরকার তাকে ফিরিয়ে দিতে না পারাই প্রমাণ করে তার গুমের সঙ্গে সরকারের হাত রয়েছে। এই দীর্ঘ সময়ে ইলিয়াস আলীর বৃদ্ধা মাতা কেঁদে কেঁদে প্রিয় সন্তানের অপেক্ষায় তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন। একমাত্র মেয়ে ও ২ ছেলে বাবার স্নেহ পাওয়ার জন্য দীর্ঘ ৮টি বছর ধরে অপেক্ষা করছে। তার স্ত্রী স্বামীকে ফিরে পেতে দফায় দফায় সরকারের কর্তাব্যক্তিদের দ্বারস্থ হয়েছেন। কিন্তু সরকার আজ পর্যন্ত ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে। এদিকে ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলীর অবর্তমানে মানবেতর জীবন যাপন করছেন। তা স্ত্রী ও অবুঝ সন্তান তাদের একমাত্র অভিভাবককে ফিরে পেতে আকুল আর্তনাদ করছেন। এভাবেই অপেক্ষার প্রহর গুণছে নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদসহ গুমকৃত প্রতিটি নেতাকর্মীর পরিবার।’ 

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘যে কোনো নাগরিককে ফিরিয়ে দেয়ার দায়িত্ব সরকার ও রাষ্ট্রের। কোনো মানুষ গুম হয়ে যাবে, রাষ্ট্র ও সরকার কোনোভাবে এর দায় এড়াতে পারে না। বিশ্বব্যাপী মহামারী আকার ধারণকারী করোনা ভাইরাসে বাংলাদেশেও চরম ক্রান্তিকাল চলছে। করোনা মহামারীর কারণে সরকারের পক্ষ থেকে কিছু সংখ্যক কারাবন্দিকে মুক্তি দেয়ার প্রক্রিয়া চলছে। একজন নাগরিক হিসেবে সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমাদের প্রত্যাশা করোনা মহামারীর এই সংকটালগ্নে মানবিক বিবেচনায় হলেও নিখোঁজ এম. ইলিয়াস আলী ও গাড়িচালক আনসার আলীসহ গুমকৃত সকল নেতাকর্মীদের অক্ষত অবস্থায় ফিরিয়ে দেবেন।’

এনপি-০৭/বিএ-২০