জকিগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

জকিগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ১৮, ২০২০
০৭:০২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৮, ২০২০
০৭:০২ পূর্বাহ্ন



জকিগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটের জকিগঞ্জে করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি সোলেমান লস্কর।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কসকনকপুর ইউনিয়নের মৌলভীরচক গ্রামে সোলেমান লস্করের বাড়িতে দুই শতাধিক মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, ব্যবসায়ী আফজল হোসেন, প্রবাসী ঐক্য পরিষদের সহ-সভাপতি এনায়েত সুজন, মাওলানা আব্দুল মান্নান, শাহজাহান লস্কর প্রমুখ।

 

ওএফ/আরআর