নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৮, ২০২০
০৫:৫০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৮, ২০২০
০৬:১১ পূর্বাহ্ন
সামাজিক দুরত্ব নিশ্চিতে সিলেট নগরের প্রধান সড়কগুলোতে বাজার না বসাতে এবং বাসায় তারাবির নামাজ আদায়ের আহ্বান জানিয়ে নগরে মাইকিং করেছে সিলেট সিটি করপোরেশন।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে নগরজুড়ে এ মাইকিং করা হয়।
মাইক যোগে প্রচার কালে, করোনা থেকে বাচঁতে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে নগরের প্রধান সড়কে কাচাঁবাজার না বসাতে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়। পাশাপাশি রমজান মাসে তারাবির নামাজ বাসায় আদায় করতে মুসল্লিদের অনুরোধ জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম। তিনি সিলেট মিররকে বলেন, ‘আমরা দুটি বিষয়ের উপর প্রচারণা চালাচ্ছি। একটি নগরের প্রধান সড়কগুলোতে কাঁচাবাজার না বসানো। কারণ এতে করে সামাজিক দুরত্ব নিশ্চিত করা যাচ্ছে না। বিশেষ করে আম্বরখানা, বন্দর বাজার, কাজিটুলা, রিকাবীবাজার এলাকায় মানুষের ভিড় হওয়ার কারণে সামাজিক দুরত্ব নিশ্চিত হচ্ছে না। তাই সিলেটের প্রশাসনের সঙ্গে বসে মেয়র প্রধান সড়কে বাজার না বসানোর বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছেন। তবে ব্যবসায়ীরা বিভিন্ন গলিতে ভ্যানে করে সামাজিক দুরত্ব বজার রেখে ব্যবস্যা করতে পারে। অন্য বিষয়টি হচ্ছে রমজানে তারাবির নামাজ আদায়ের বিষয়ে। প্রধানমন্ত্রী বলেছেন রমজান মাসে বাসায় বসে তারাবির নামাজ আদায় করার জন্য। সেটি আমরা প্রচার করছি যাতে এই সময়ে মানুষ নিজ নিজ বাসায় তারাবির নামাজ আদায় করেন।’
এনএইচ-০৩/এএফ-০৮