ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২০
০৫:৪৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৮, ২০২০
০৫:৪৭ পূর্বাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মনিপুর চা-বাগানের এক ব্যক্তির করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। গত সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে মনিপুর চা-বাগান থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা সন্দেহবশত তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠিয়েছিলেন।
গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ল্যাবে তার নমুনা গ্রহণ করা হয় এবং একইদিনে পরীক্ষার ফলাফল চলে আসে। ফলাফলে দেখা যায় তার দেহে করোনাভাইরাস নেই। আজ শুক্রবার (১৭ এপ্রিল) তিনি নিজের বাড়িতে চলে গেছেন। হাসপাতাল থেকে তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ফেঞ্চুগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান বলেন, উপজেলার আরও দু'জনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আর নতুন করে দু'জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এসএ/আরআর