সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৮, ২০২০
০৫:৩২ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৮, ২০২০
০৫:৩২ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম সাইদ আলী। তিনি উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের বরবন্দ (কাপাউরা) গ্রামের মোকসেদ আলীর ছেলে।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের কাপাউরা গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাইদ আলী আজ শুক্রবার সকালে স্থানীয় মাঠে গরু আনতে গেলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, বজ্রপাতে নিহতের খবর পেয়েছি। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
আরআর