বিএনপি নেতা এম এ ছাত্তারের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৮, ২০২০
০৪:১০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৮, ২০২০
০৪:১০ পূর্বাহ্ন



বিএনপি নেতা এম এ ছাত্তারের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ১ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করেছেন এম এ ছাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এম এ ছাত্তার। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের বিএনপি, যুবদল এবং ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।  

গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) খাদ্যসামগ্রী বিতরণকালে এম এ ছাত্তার ভিডিও বার্তায় নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ‘করোনা ভাইরাসের কারণে দেশের মানুষ চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করছেন। এ অবস্থায় অসহায়দের পাশে দাঁড়াতে হবে।’ তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের জন্য দোয়া কামনা করেন।   

এনপি-০৩/বিএ-১৬