উজ্জ্বল ধর, ওসমানীনগর
এপ্রিল ১৮, ২০২০
০৩:৫৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৮, ২০২০
০৩:৫৪ পূর্বাহ্ন
করোনা সংকটে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশার লোক নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়ালেও সিলেটের ওসমানীনগরে বিএনপির দলীয় নেতাকর্মীকে কোথাও দেখা যাচ্ছে না। দুর্যোগ মুহূর্তে দেশের অন্যতম বৃহৎ এই দলটির এমন 'আত্মগোপন' তাদের রাজনৈতিক অসহায়ত্ব প্রমাণ করছে বলে অনেকের অভিমত।
দেশের লকডাউন পরিস্থিতিতে নিম্ন আয়ের লোকজনের খাদ্যাভাব দূর করতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, ব্যক্তি ও জনপ্রতিনিধিরা নানা উদ্যোগ গ্রহণ করেছেন। এগিয়ে এসেছেন প্রবাসীরাও। প্রতিদিনই ওসমানীনগরের একাধিক এলাকায় ত্রাণ বা খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। কিন্তু এসব কর্মকাণ্ডে বিএনপির অনুপস্থিতি দলীয় নেতাকর্মীদেরও ভাবিয়ে তুলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দয়ামীর ইউনিয়ন বিএনপির এক নেতা বলেন, বিএনপি জনমানুষের সংগঠন। সাধারণ মানুষের অধিকার আদায়ে সবসময় কাজ করছে সংগঠনটি। কিন্তু বর্তমান সময়ে সাধারণ মানুষের ব্যাপারে ওসমানীনগর বিএনপির উদাসীনতা আমাদেরকেও ভাবিয়ে তুলেছে। উপজেলা পর্যায়ের নেতারা কেন এমনভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন, তা আমাদের বোধগম্য নয়।
বুরুঙ্গা ইউনিয়ন ছাত্রদলের এক নেতা বলেন, যারা রাজনীতি বোঝে না, যারা জনগণ বোঝে না, তাদের দলীয় পদ দিলে এমনই হয়। বর্তমানে উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ে যারা দায়িত্বে রয়েছেন, তাদের আন্তরিকতার অভাবেই দল সমালোচিত হচ্ছে। বিএনপির নেতারা সবাই চাঁদা দিলে সম্পূর্ণ ওসমানীনগরবাসীকে একমাস বসিয়ে খাওয়ানো যাবে। কিন্তু উপজেলা বিএনপির নেতারা বৃহৎ উদ্যোগ দূরে থাক, ক্ষুদ্র কোনো উদ্যোগও নিচ্ছেন না। এটা অবশ্যই আমাদের ব্যর্থতা।
ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বলেন, বিএনপি দাবি করে তারা মাটি ও মানুষের রাজনীতি করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জনগণ বুঝে নিচ্ছে কারা সত্যিকার অর্থে গরিব-দুঃখী মানুষের কথা ভাবে। শুধু বিএনপি নয়, ওসমানীনগরে জাতীয় পার্টি, জামায়াতসহ আরও অনেক রাজনৈতিক দলের তৎপরতা আমাদের চোখে পড়ে। কিন্ত বর্তমান পরিস্থিতিতে সাধারণ জনগণের পাশে তাদের কাউকেই দেখা যাচ্ছে না। এলাকার বর্তমান সাংসদ গণফোরাম থেকে নির্বাচিত। সেই গণফোরামও নির্বিকার। ওদের এমন কর্মকাণ্ড একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাকেও লজ্জিত করে।
এ ব্যাপারে জানতে ওসমানীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক জরিদ আহমদকে একাধিকবার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।
ইউডি/আরআর