নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৮, ২০২০
০১:১১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৮, ২০২০
০১:১২ পূর্বাহ্ন
সিলেট ৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী ফেঞ্চুগঞ্জে কয়েকশ কর্মহীন ও হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। নিজস্ব অর্থায়নে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিনি ফেঞ্চুগঞ্জ বাজারস্থ সামাদ প্লাজা প্রাঙ্গণে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় লোকদের মধ্যে মাছ, তেল, লবণ, আলু, মিষ্টি লাউ, টমেটো, শসা ইত্যাদি বিতরণ করা হয়। ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।
খাদ্যসামাগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইছ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাই, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক, সহসভাপতি মেহরাব হোসেন জুনেল, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি দুলাল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আল আমিন ফাহিম, দেবব্রত পাল দীপ, কাবিলুর রহমান সোহেল প্রমুখ।
এর আগে মাহমুদ উস সামাদ চৌধুরী সকালে দনারামে যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, ছোলাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এনপি-০১/বিএ-১২