নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৭, ২০২০
১১:১৮ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৭, ২০২০
১১:২৬ অপরাহ্ন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে (৬৫) শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আনার পথে মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত দশটিার দিকে এ ঘটনা ঘটে। রোগীর করোনার উপসর্গ থাকলেও তার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছিল। এরপরও তাকে শামসুদ্দিন হাসপাতালে পাঠানোর কারণে তার মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে।
জানা গেছে, জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে রোগী ওসমানী হাসপাতালে ভর্তি হন। সেখানে তার একাধিকবার করোনাভাইরাস আছে কিনা পরীক্ষা করা হয়। ফলাফল নেগেটিভ আসে। এরপর বৃহস্পতিবার রাতে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে আসার পর অ্যাম্বুলেন্স থেকে নামানোর পর তার মৃত্যু হয়। তিনি সিলেট নগরের বাসিন্দা।
রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র সিলেট মিররকে বলেন, ‘ওসমানী থেকে আনার পর শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করার আগেই রোগীর মৃত্যু হয়। তিনি টিবিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।’ তার নমুনা আগেই সংগ্রহ করে পরীক্ষা করেছেন ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে তিনি বলেন, ‘ফলাফল নেগেটিভ আসায় মরদেহ স্বাভাবিক প্রক্রিয়ায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ‘
ফলাফল নেগেটিভ আসার পরও ওসমানী থেকে শামসুদ্দিনে স্থানান্তর প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু তিনি টিবি রোগে ভুগছিলেন তাই তাকে এখানে পাঠানো হয়েছে। কারণ টিবি, নিউমোনিয়া বা করোনা রোগের লক্ষণ প্রায় একই রকম।‘
এ বিষয়ে যোগাযোগ করা হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেট মিররকে বলেন, ‘গতকাল ওসমানী থেকে শামসুদ্দিনে নেওয়ার পথে এক রোগীর মৃত্যু হয়। তার করোনা পরীক্ষা দুইবার করা হয়েছে এবং দুইবার তার ফল নেগেটিভ এসেছে। তবুও আরও কিছুদিন রেখে পুনরায় টেস্ট করার চিন্তা থেকেই আমরা তাকে শামসুদ্দিনে হাসপাতালে পাঠিয়েছিলাম ‘
এনএইচ-০১/এএফ-০২