নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৭, ২০২০
১০:২৬ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৮, ২০২০
১২:২৬ পূর্বাহ্ন
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও ৫ জন ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ও রাতে তারা হাসপাতালে ভর্তি হন।
নতুন ভর্তি হওয়া রোগীরা হলেন ছাতক উপজেলয়ার জসিম উদ্দিন, জৈন্তাপুরের জামাল মিয়া, গোয়াইনঘাটের মো. খায়রুল, বিয়ানীবাজারের ভোলা ও নগরের কাজিটুলা এলাকার কাজী রিফাত।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করে জানান, এদের প্রত্যেকের সর্দি, জ্বর ও কাশি রয়েছে। তাদের শরীরের নমুনা ওসমানী মেডিকেল কলেজে পরীক্ষা করা হবে।
তিনি জানান, হাসপাতালে করোনা আক্রান্ত ৩ জনসহ বর্তমানে মোট ১৩ জন চিকিৎসা নিচ্ছে। করোনা আক্রান্ত তিনজনের শারীরিক অবস্থা ভালো।
এনসি-০১/বিএ-১২