নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৭, ২০২০
১০:২০ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৭, ২০২০
১০:২০ অপরাহ্ন
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৭২ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সিলেটে ৮ জন, সুনামগঞ্জে ১২২ জন, মৌলভীবাজরে ১০ জন ও হবিগঞ্জে ১৩১ জন। একজন আছেন প্রাতিষ্ঠানিক (হাসপাতালে) কোয়ারেন্টিনে।
একই সময়ে নতুন করে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭ জন। এর মধ্যে সিলেটে ২ জন ও হবিগঞ্জে এক জন, সুনামগঞ্জ ৪৬ জন ও মৌলভীবাজার ৬ জন। ২ জন ছাড়পত্র পেয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে থেকে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুলতানা রাজিয়া সিলেট মিররকে জানান, সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ৫ হাজার ৯৯৮ জনকে কোয়ারেন্টিনে রাাখা হযেছিল। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ১৯২ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ২ হাজার ৮০৬ জন।
এনসি-০১/বিএ-১১