নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৭, ২০২০
০৯:৫৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৭, ২০২০
১০:০৮ পূর্বাহ্ন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পরীক্ষাগারে আরও ৮৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সারাদিনে মোট ৮৭ ব্যক্তির শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের প্রত্যেকের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
বিষয়টি নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে জানান, সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এসব ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়।
এর আগে গতকাল বুধবার ওসমানী মেডিকেল কলেজে ৫২ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এনসি-০৪/এএফ-০৯