ওসমানীনগর প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২০
০৫:১৫ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৭, ২০২০
০৫:১৫ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে শেখ পরিবার কল্যাণ ট্রাস্ট ইউকে'র উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ট্রাস্টের পক্ষে শুকনো খাবার বিতরণ করেন আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক প্রবাসী মো. আব্দুল কুদ্দুছ শেখ। এলাকার শতাধিক হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু, তেল ও লবণ পৌঁছে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক বশির মিয়া, শেখ মো. মানশাহ আহমদ, শেখ দিলোয়ার হোসেন, সুহেল আহমদ দলা মিয়া প্রমুখ।
মো. আব্দুল কুদ্দুছ শেখ বলেন, আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই মুহূর্তে পারিবারিক উদ্যোগে ১ হাজার মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়ার প্রস্তুতি রয়েছে।
ইউডি/আরআর