সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৭, ২০২০
০৩:১৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৭, ২০২০
০৩:১৪ পূর্বাহ্ন
যুক্তরাজ্য বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাস্টের ট্রাস্টি মুহিবুর রহমান, আব্দুল করিম নাজিম, ইফতেখার আহমদ শিপন ও ফরহাদ হোসেনের যৌথ উদ্যোগে ২২০টি পিপিই প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম ও সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর হাতে পিপিই তুলে দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
এসময় উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর অ্যাডভোকেট ছালেহ আহমদ সেলিম, কবি ফজলুল হক, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মস্তাক আহমদ পলাশ, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা মজির উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, চ্যানেল এস এর সাংবাদিক হাসানুল হক উজ্জ্বল, মইন উদ্দিন মনজু, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন, মোতাহির হোসেন জাহির প্রমুখ।
এনপি-০২/বিএ-১০