বিশ্বনাথে তরুণদের উদ্যেগে চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৭, ২০২০
০২:৩৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২০
০২:৩৩ পূর্বাহ্ন



বিশ্বনাথে তরুণদের উদ্যেগে চাল বিতরণ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলছে লকডাউন। এ সময়ে অসহায় ও বিভিন্ন স্তরের মানুষ হয়ে পড়েছেন ঘরবন্দি। খাদ্য সংকট দেখা দিয়েছে ঘরে ঘরে। এ সংকটের সময়ে অসহায়দের সহযোগিতা করতে এগিয়ে এসেছেন বিশ্বনাথের একদল তরুণ।

বিশ্বনাথের বাগিছাবাজারে অসহায় ৭৬টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেন তারা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বাগিছাবাজারে এসব চাল বিতরণ করা হয়।

এসময় তারা অসহায়দের পাশে দাঁড়াতে বিভিন্ন সংগঠন ছাড়াও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান।

লিটন দে ও ঝিনুক আচার্য্য’র উদ্যেগে এ চাল বিতরণ করা হয়। আর্থিক সহযোগিতা ছিলেন,  বদরুল আলম, অরুণ দাস, পংকি মিয়া, রকিবুল ইসলাম, ঝিনুক আচার্য্য, নীলু দাশ ও রেজাউল করিম।

বিএ-০৭