করোনা আক্রান্ত দুই যুবক শামসুদ্দিনে

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৭, ২০২০
১২:৪৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২০
১২:৫০ পূর্বাহ্ন



করোনা আক্রান্ত দুই যুবক শামসুদ্দিনে

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত দুই যুবককে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ওই দুই যুবককে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় হাসপাতালে আনা হয়।

শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার (১৫ এপ্রিল) ওসমানী মেডিকেল কলেজে তাদের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাাদের শরীরের করোনা ভাইরাস ধরা পড়ে।

জানা গেছে, জৈন্তাপুরে করোনা আক্রান্ত যুবক একজন ট্রাক চালক। সে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন এলাকায় পন্য পরিবহন করতো। আর গোয়াইনঘাটের করোনা আক্রান্ত ওই যুবক সম্প্রতি ঢাকা থেকে সিলেট আসেন।

এনসি-০৩/বিএ-০৪