নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৬, ২০২০
১১:৪৭ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৬, ২০২০
১১:৪৭ অপরাহ্ন
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৪৪ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪০ জন, সুনামগঞ্জে ১১৭ জন, মৌলভীবাজরে ২৪ জন এবং হবিগঞ্জে ১৩৯ জন। বাকি ২৪ জনকে প্রাতিষ্ঠানিক (হাসপাতালে) কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি হবিগঞ্জ জেলায়।
একই সময়ে নতুন করে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৩ জন। এর মধ্যে সিলেটে ১৫ জন ও হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে ৩ জন। এছাড়া হাসপাতালের কোয়ারেন্টিনে থেকে ছাড়পত্র পেয়েছেন ২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুলতানা রাজিয়া সিলেট মিররকে জানান, সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ৫ হাজার ৭২৭ জনকে কোয়ারেন্টিনে রাাখা হয়েছিল। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ১৩৭ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ২ হাজার ৫৯০ জন।
এনসি-০২/এএফ-০৫