নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৬, ২০২০
০৭:৪০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৬, ২০২০
০৭:৪০ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আজির উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা দক্ষিণ ইউনিয়নের উত্তর রায়গড় গ্রামের মৃত ইসরাব আলীর ছেলে।
আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় তিনি নিজ বাড়িতে মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, আজির উদ্দিন গত কয়েকদিন যাবত থেকে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শাহিনুর রহমান। তিনি জানান, আজ বুধবার সকাল ১১ টায় আজির উদ্দিন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি গত দশ বারোদিন যাবত জ¦র, কাশি ও শ^াসকষ্টতে ভুগছিলেন। আমরা বেলা ১টায় তার মৃত্যুর খবর পাই। মৃতের নমুনা সংগ্রহের জন্য একটি টিম পাঠানো হয়েছে। আর স্বাস্থ্য বিধি মেনেই তার দাফন করা হবে। নমুনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।