বিয়ানীবাজার প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২০
০১:৩৫ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৬, ২০২০
০১:৩৫ পূর্বাহ্ন
মুন্না আহমদ
সিলেটের বিয়ানীবাজারে মুন্না আহমদ (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামে এ ঘটনা ঘটেছে।
মুন্না আহমদ গজুকাটা গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী মানিক মিয়ার একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মুন্নার মা এক প্রতিবেশীর বাড়িতে যান। কিছুক্ষণ পর বাড়ি ফিরে দেখেন পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে। ঘরে-বাইরে বৈদ্যুতিক সব বাতি বন্ধ, অথচ আশপাশের বাড়িগুলোতে বিদ্যুতের আলো জ্বলছে। পরে ছেলেকে অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করে বিদ্যুতের সুইচ অন করে দেখতে পান, তার ছেলে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। ছেলের প্রাণ রক্ষার জন্য তিনি দড়ি কেটে ফেলেন এবং প্রতিবেশীদের সহযোগিতায় তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসএ/আরআর