নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৫, ২০২০
০৯:৫৮ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৫, ২০২০
১১:০৮ অপরাহ্ন
মহামারি করোনাভাইরাসের কারণে এবার বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখে কোন ধরণের আনুষ্ঠানিকতা ছিল না। তবে ডিজিটাল প্ল্যাটফর্মে পয়লা বৈশাখ পালন করেছে পাঠশালা। বাংলা নববর্ষের প্রথমদিনে মঙ্গলবার সকাল ৯টা থেকে ফেসবুক লাইভের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। তিনপর্বের অনুষ্ঠানে ছিল গান, আবৃত্তি আর নৃত্যের মিশেল। স্থানীয় শিল্পীদের পাশাপাশি লাইভে যুক্ত হন জলের গানের ভোকাল রাহুল আনন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭ টা থেকে টানা দেড় ঘন্টা ছিলেন লাইভে।
সকাল সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠানের প্রথম পর্বে সিলেটের স্থানীয় শিল্পীরা গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।
প্রথমপর্বে অংশ নেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী রাণা কুমার সিনহা, শামীমা চৌধুরী, আমিনুল ইসলাম চৌধুরী লিটন, অনিমেষ বিজয় চৌধুরী, বাউল সূর্যলাল দাস, বাউল বশির উদ্দিন সরকার, বিজন রায়, গৌতম চক্রবর্তী।
নাজমা পারভীনের সঞ্চালনায় প্রথমপর্বে যৌথভাবে গান পরিবেশন করেন শামসুল আলম সেলিম ও নাসরিন সুলতানা ডায়না।
এসময় আরও অংশ নেন প্রতীক এন্দ টনি, লাভলী দেব, সৈয়দ ফয়সল আহমদ, নীলাঞ্জনা যুঁই, মুনিরা পারভীন, সৈয়দ সাইমুম আনজুম ইভান, সুকান্ত গুপ্ত, সুমনা আজিজ, নন্দিতা দত্ত, আল আমিন ও জয়িতা চক্রবর্তী।
তৃতীয়পর্বে লিঙ্কন দাসের গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
হুমায়ুন কবির জুয়েলের পরিকল্পনা ও সমন্বয়ে অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন সুমনকুমার দাশ ও সুপ্রিয় দেব শান্ত।
আরসি-০৩/এএফ-০৬