নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৫, ২০২০
০৪:৫০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৫, ২০২০
০৪:৫০ পূর্বাহ্ন
করোনার প্রভাবে সারাদেশে চলছে লকডাউন। দেশের এই সংকটকালীন মুহূর্তে বছরের প্রথম দিনে অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে মদিনা মার্কেট এলাকায় শতাধিক পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন ঝুটন।
এই সময় উপস্থিত ছিলেন সুমন চৌধুরী, সমর দাস, পাভেল আহমেদ প্রমুখ।
এ বিষয়ে মৃন্ময় দাস ঝুটন বলেন, দুর্যোগের এই সময়ে সকল বিত্তবান মানুষদের উচিৎ গরীব, দুঃখী, মেহনতী ও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা। 'Financial Development of Rural Area' এর সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে দুর্যোগ মোকাবেলায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। এছাড়াও তিনি ২০ মার্চ এবং ২২ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মদিনা মার্কেট পর্যন্ত খাদ্য সামগ্রী, মাস্ক, গ্লাবস, সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরণে অংশ নেন।
বিএ-০৭