নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৪, ২০২০
১১:২৭ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৪, ২০২০
১১:৩১ অপরাহ্ন
নারায়ণগঞ্জ থেকে ফেরত আসা এক যুবককে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
সোমবার দিবাগত রাত ৪ টার দিকে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের ভর্তি করা হয়।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুশান্ত মহাপাত্র সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নারায়ণগঞ্জ ফেরত ওই যুবকের নাম আব্দুল মান্নান (২৩)। তার জ্বর, সর্দি ও কাশি রয়েছে।‘ তার নমুনা পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে পাঠানো হবে বলে তিনি জানান।
এ নিয়ে ১০জন শহীদ শামসুদ্দিন হাসপাতালের কোয়ারেন্টিনে রয়েছেন।
এনসি-৩/এএফ-১১