নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৪, ২০২০
১০:১৫ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৪, ২০২০
১১:২৬ অপরাহ্ন
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে চলছে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা। গতকাল সোমবার আরও ৮৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনার প্রতিটির ফলাফলই ‘নেগেটিভ’ এসেছে। অর্থাৎ, তারা কেউ করোনা ভাইরাসে আক্রান্ত নন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, সিলেট বিভাগের চার জেলা থেকে এসব নমুনা সংগ্রহ করা হয়। সোমবার ৮৯ টি নমুনা পরীক্ষা করে সবগুলোই নেগেটিভ পাওয়া গেছে।
এর আগে গত রবিবার ও শনিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের দুই নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়।
এনসি-২/এএফ-০৮