সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৪, ২০২০
১০:১২ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৪, ২০২০
১০:১২ পূর্বাহ্ন
নতুন বছরের প্রথম দিনে ছিন্নমূল, দিনমজুর ও অতিদরিদ্র পরিবারকে বিনামূল্যে সবজি দেবে সেভ সিলেট। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১ টায় জিন্দাবাজার এলাকা থেকে ভ্রাম্যমাণ সবজির দোকানের কার্যক্রম শুরু হবে।
এই বিনামূল্যের সবজির দোকানে ৫০০ পরিবারের জন্য রয়েছে চাল, আলুসহ বিভিন্ন রকমের সবজি।
সবজিগুলো প্যাকেটজাত করে কয়েকটি ভ্যানগাড়ির মাধ্যমে ২৭টি ওয়ার্ডে পৌঁছে দেওয়া হবে। সেখান থেকে প্রতিটি পরিবার একটি করে প্যাকেট সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।
এই সংকটময় মুহূর্তে অভাবগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে সেভ সিলেট এ উদ্যোগ গ্রহণ করেছে। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেভ সিলেট। শিগগিরই ১০০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিতে চায় এ স্বেচ্ছাসেবী সংগঠনটি।
দেশ, জাতি ও মানবতার কল্যাণের এ উদ্যোগে সবার সহযোগিতা কামনা করেন সেভ সিলেটের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মো. মনিরুল ইসলাম।
বিএ-২৬