ওসমানীনগর প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২০
০৩:৩১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৪, ২০২০
০৩:৩১ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ভবনদাতা যুক্তরাজ্য প্রবাসী গ্রামতলা গ্রামের বাসিন্দা তুরণ মিয়ার অর্থায়নে খাদ্য সংকটে থাকা শতাধিক পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার গোয়ালাবাজারসহ একাধিক ইউনিয়নের শতাধিক পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি ছোলা, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও ১ লিটার করে সয়াবিন তেল প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল ধর, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সাংস্কৃতিক সম্পাদক রনিক পাল প্রমুখ।
শিক্ষক ও সাংবাদিক আনোয়ার হোসেন আনা, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক আবদুল মতিন, স্বাস্থ্যকর্মী রফিক মিয়া, ব্যবসায়ী দোয়েল মিয়া, জুয়েল মিয়া, আবদুল কাইয়ূম, সাইয়ুম মিয়া প্রমুখ খাদ্যসামগ্রী অসহায়দের ঘরে ঘরে পৌঁছে দেন।