সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৪, ২০২০
০২:৪৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৪, ২০২০
০২:৪৯ পূর্বাহ্ন
সিলেট নগরের ছিন্নমূল মানুষকে খাবার দিয়েছে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানা। আজ সোমবার বেলা ১১টায় নগরের গুরুত্বপূর্ণ এলাকা তালতলা, কোর্টপয়েন্ট, জিতু মিয়ার পয়েন্ট ও আশপাশ এলাকায় কর্মহীন পথচারী, গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে তৈরি করা খাবার বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, সহকারী কমিশনার ও কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ।
এছাড়া শহরের প্রতিটি পয়েন্টে, আবাসিক এলাকার প্রতিটি অলিতে-গলিতে কভিড-১৯ সংক্রান্ত মাইকিং করে প্রচারণা ও জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নগরবাসীকে অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হবার অনুরোধ করা হয়।
এনপি-০১/বিএ-০৫