গোলাপগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২০
০৩:৩১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৩, ২০২০
০৩:৩১ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক সমাজসেবক শিক্ষানুরাগী মঞ্জুর শাফি চৌধুরী এলিম।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গোলাপগঞ্জে ঘরে থাকা কর্মহীন ও অসহায় মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (১২ এপ্রিল) উপজেলার ফুলবাড়ি, বাঘা ও লক্ষীপাশা ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশাইদ আলী, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সায়িদ আহমদ সুহেদ, যুবনেতা মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।