নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৩, ২০২০
১২:০১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৩, ২০২০
১২:০১ পূর্বাহ্ন
সিলেটে লকডাউন অমান্য করার অভিযোগ ৮৫ ব্যক্তিকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সিলেট জেলা লকডাউন এর প্রথমদিনে সরকারি আদেশ অমান্য করা এবং অন্যান্য আইন লঙ্ঘনের অভিযোগ তাদের কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়।
সিলেট জেলা প্রশাসনে সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন জানান, জেলা প্রশাসনের ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জনস্বার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি সবাইকে ঘরে থেকে সরকারি আদেশ মেনে চলার আহবান জানান।
এনসি-০৩/এএফ-০৯