নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১২, ২০২০
০৯:৫৯ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১২, ২০২০
১১:১৪ অপরাহ্ন
করোনাভাইরাসের সংক্রামণ এড়াতে সিলেট বিভাগে নতুন করে আরও ৩০৪ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ২৬০ জন, মৌলভীবাজরে ২ জন ও হবিগঞ্জে ২৯ জন। বাকি ১৩ জন আছেন প্রাতিষ্ঠানিক (হাসপাতালে) কোয়ারেন্টিনে। এর মধ্যে সিলেটে ১২ জন এবং মৌলভীবাজারে একজন।
একই সময়ে নতুন করে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ জন। এর মধ্যে সিলেটে ১১ জন ও সুনামগঞ্জে ৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুলতানা রাজিয়া সিলেট মিররকে জানান, সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ৪ হাজার ২৫ জনকে কোয়ারেন্টিনে রাখা হযেছিল। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৮৫ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৯৪০ জন।
এনসি-০১/বিএ-০৪