নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১২, ২০২০
০৬:৩৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১২, ২০২০
০৬:৪৪ পূর্বাহ্ন
সিলেটের টুকেরবাজার এলাকায় প্রবাসী ওমর ফারুক ফাহিমের খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার বেলা ১২ টায় ফাহিমের মা আবেদা বেগম বাদী হয়ে মামলা (মামলা নম্বর-৮) করেন।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওকিল উদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, টুকেরবাজারের হায়দরপুর গ্রামের ফাহিম আহমেদ (২৪) নামে একজনসহ অজ্ঞাতনামা আরও তিন চারজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত ৯ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে সিলেটের টুকেরবাজারের হায়দরপুর গ্রামে প্রবাসী ওমর ফারুক ফাহিমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
আরসি-০১/