চোরাই মোটরসাইকেলসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১২, ২০২০
০৩:১৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১২, ২০২০
০৩:১৬ পূর্বাহ্ন



চোরাই মোটরসাইকেলসহ একজন গ্রেপ্তার

সিলেট কোতোয়ালি থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাত ১১টায় জালালাবাদ থানাধীন কালীবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফিকুল ইসলাম শফিক (২৬) নগরের বন কলাপাড়ার স্বপন মিয়ার ছেলে। 

গ্রেপ্তারের পর শফিকুল ইসলামের হেফাজত থেকে মোটর সাইকেল (রেজি. নম্বর- সিলেট-ল-১২-০৮৯০) উদ্ধার করা হয়। গত ৭ এপ্রিল নবাব রোডে পিডিবি স্কুলের সামন থেকে মোটর সাইকেলটি চুরি হয়েছিল বলে জানিয়েছেন, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. জেদান আল মুসা। এ ঘটনায় দায়ের করা এজহারের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে শফিকুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।  

এনপি-০৩/বিএ-০৯