নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১১, ২০২০
১০:২৯ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১২, ২০২০
১২:৫৩ পূর্বাহ্ন
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন। তারা সিলেট সদর উপজেলার বাসিন্দা। গতকাল শুক্রবার দুপুরে ও রাতে তারা হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে হাসপাতালে বর্তমানে ৯ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ২ জন নারীও রয়েছেন।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ‘সদর উপজেলার সাহেব বাজার থেকে এক যুবককে গতকাল শুক্রবার অ্যাম্বুলেন্সে করে এনে হাসপাতালে ভর্তি করা হয়। পরে একই উপজেলার আরও ৩ জন হাসপাতালে ভর্তি হন।
তিনি জানান, হাসপাতালে ভর্তি ৯ জনের মধ্যে ৩ জনের নমুনা ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আজই এসবের ফলাফল পাব। বাকিগুলোর নমুনা আজ পাঠানো হবে।
এনসি-০২/এএফ-০৫