নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১১, ২০২০
১০:১১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১২, ২০২০
০৪:২১ পূর্বাহ্ন
সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি পিযুষ কান্তি দে কে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মাদক দিতে গিয়ে পুলিশের হাতে একজন আটক হয়েছেন। স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ পুলিশ হেফাজতে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন
আজ শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে ওসমানী মেডিকেল হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তার নাম জাহেদ। তাকে কোতোয়ালি থানায় রাখা হয়েছে।
এসময় তার কাছ থেকে ২ পিস বড় ইয়াবা, খোলা ১ বোতল ফেন্সিডিল ও ১ বোতল খোলা মদ উদ্ধার করে পুলিশ।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান , তিন ধরনের মাদকসহ জাহেদ নামের এক যুবককে ওসমানী হাসপাতাল থেকে আটক করা হয়েছে। সে স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে-কে মাদকগুলো দিতে গিয়েছিল বলে জানা গেছে।
এনএইচ/বিএ-২৬