নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১১, ২০২০
০৬:৪৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১১, ২০২০
০৬:৪৯ পূর্বাহ্ন
করোনাভাইরাস প্রতিরোধে সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন জায়গায় আইন অমান্য করার দায়ে ৮১ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এইচ এম মাহফুজুর রহমান।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সিলেট শহর ও জেলার সকল উপজেলায় মোট ২০টি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। দণ্ডবিধির ২০৬৯/৭০/৭১ ধারায় রাস্তায় অযথা ঘোরাফেরা, নিয়ম না মেনে দোকান খোলা রাখা ও সিএনজি অটো রিকশায় অতিরিক্ত যাত্রী বহনসহ করোনা প্রতিরোধে সরকারের বিভিন্ন নিয়ম ভাঙ্গার দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৮১ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মামলা দায়ের করা হয়েছে ৮৯টি।
তিনি বলেন, ‘আমরা করোনা প্রতিরোধে সঙ্গনিরোধকে বেশি গুরুত্ব দিচ্ছি। এ অভিযান অব্যাহত থাকবে।’
এনপি-১১/বিএ-১৬