ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২০
০৬:৪০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১১, ২০২০
০৬:৪০ পূর্বাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জে খাদ্যসামগ্রী নিয়ে সহায়তার হাত বাড়ালো আব্দুস সালাম চৌধুরী কল্যাণ ট্রাস্ট। করোনাভাইরাসের কারণে কাজ না থাকা, আর্থিক সংকটে নানা সমস্যায় জর্জরিত মানুষের মুখে হাসি ফোটাতে তাদের পাশে দাঁড়িয়েছে ট্রাস্টটি। বিভিন্ন সময় সংকটে মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করছে এই ট্রাস্ট।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার মাইজগাঁও ইউনিয়নের কচুয়াবহর ও মির্জাপুর এলাকার ২৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ট্রাস্টের চেয়ারম্যান শিক্ষানুরাগী ইমরান আহমদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, ফেঞ্চুগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রোকনুজ্জামান চৌধুরী, হাসান আহমদ চৌধুরী প্রমুখ।