সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১১, ২০২০
০৬:০৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১১, ২০২০
০৬:০৩ পূর্বাহ্ন
সিলেট নগরের ৯ নম্বর ওয়ার্ডের বাগবাড়িতে সমাজসেবক সমাজসেবক সাইফুল ইসলাম ও মহিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অর্থায়নে ২শ পরিবারে চাল, ডাল, আলু, পেঁয়াজ, আটা ও হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় বাগবাড়িস্থ সাইফুল ইসলামের নিজ বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সিসিকের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মখলিছুর রহমান কামরান। এসময় আরও উপস্থিত ছিলেন, তজমুল হোসেন, মাছুম আহমদ, মো. সাদিকুর রহমান সোহাগ, নবী হোসেন জীবন, এ কে তারেক আহমদ, জহুরুল ইসলাম জুয়েল, মো. রুবেল প্রমুখ।
এনপি-০৯/বিএ-১৩