সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১১, ২০২০
০৩:৩৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১১, ২০২০
০৬:৪৪ পূর্বাহ্ন
মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী পিতা মুজিবুর রহমান চৌধুরী আর নেই। আজ শুক্রবার (১০ এপ্রিল) যুক্তরাজ্যের লন্ডন সময় ভোর সাড়ে ৩টায় সেখানকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মুজিবুর রহমান চৌধুরী ৩ ছেলেম ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে, গত ৩ এপ্রিল লন্ডনের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ইন্তেকাল করেন তৌফিক রহমান চৌধুরীর মা রুকিয়া খানম চৌধুরী।
তৌফিক চৌধুরীর বাবা ও মায়ের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবারসহ বিভিন্ন মহল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এদিকে, পরিবারের পক্ষ থেকে মুজিবুর রহমান চৌধুরী ও রুকিয়া খানম চৌধুরীর বড় ছেলে ড. তৌফিক রহমান চৌধুরী তাঁর বাবা-মায়ের রুহের শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
এনপি-০৫/বিএ-০৭