জ্বর, গলাব্যাথা নিয়ে শামসুদ্দিনে যুবক

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১১, ২০২০
০২:৪৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১১, ২০২০
০২:৪৫ পূর্বাহ্ন



জ্বর, গলাব্যাথা নিয়ে শামসুদ্দিনে যুবক

ছবি : এইচ এম শহীদুল ইসলাম

জ্বর, সর্দি-কাশি ও গলাব্যাথা নিয়ে এক যুবক শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সিলেট শহরতলীর সাহেব বাজার থেকে ওই যুবককে অ্যাম্বুলেন্সে করে এনে হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ‘ওই যুবক আমাদেরকে করোনা ভাইরাসের উপসর্গের কথা জানান। পরে আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে হাসপাতালে এনেছি।’

তিনি জানান, বর্তমানে মোট ৬ জন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের ভর্তি আছেন। এর মধ্যে দুইজন নারী ও বাকি তিনজন পুরুষ। তাদের অবস্থা স্থিতিশীল।

এনসি-০১/এনপি-০১/বিএ-০১