নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১১, ২০২০
০১:২৬ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১১, ২০২০
০১:৪১ পূর্বাহ্ন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে গতকাল বৃহস্পতিবার আরও ৪৮ জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কারও শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংসু লাল রায় সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার হাসপাতালের ল্যাবে ৪৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রত্যেকটির রিপোর্ট নেগেটিভ এসেছে।
এর আগে গত বুধবার ২৪ টি ও মঙ্গলবার ৯৪ টি নমুনা পরীক্ষা করা হয় ওসমানী মেডিকেলে। এসব নমুনার ফলাফলে করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায়নি।
এনসি-০২/এএফ-০৮